উজ্জ্বল অধিকারী, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ- সিরাজগঞ্জের বেলকুচিতে স্থানীয় এমপি আলহাজ্ব আব্দুল মজিদ মন্ডলের পথ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার ভাঙ্গাবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে তামাই বহুমুখী উচ্চ বিদ্যালয়ে পথ সভায় ভাঙ্গাবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজী ফজলার রহমান রুমুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ আব্দুল মজিদ মন্ডল। পথ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মন্ডল গ্রুপের পরিচারক এমপি মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব আব্দুল মমিন মন্ডল, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হাজী রুহুল আমিন মন্টু, যুগ্ন-সাধারণ সম্পাদক আজিজল হক খান ঘোষন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী আকন্দ, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম নয়ন মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া মিলন, ভাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী খন্দকার ফজলুর হক ভাষানী, বেলকুচি পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি হাজী বদিউজ্জামান বদি, বেলকুচি উপজেলা আওয়ামী যুবলীগের আহব্বায়ক সাজ্জাদুল হক রেজা, আওয়ামীলীগ নেতা মাহবুব আলম জোয়াদ্দার প্রমুখ। এছাড়া এমপি আব্দুল মজিদ মন্ডলসহ উপরক্ত নেতৃবৃন্দ উপজেলার ভাঙ্গাবাড়ী ইউনিয়নের শালদাইর স্কুল মাঠে পথ সভা করেছে।