উজ্জ্বল অধিকারী, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:- সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার অন্যতম বিদ্যাপ্রতিষ্ঠান শাহীদ মডেল স্কুল এন্ড ক্যাডেট একাডেমী। এই সনামধন্য প্রতিষ্ঠানটি থেকে অনেক ছাত্র ছাত্রী শিক্ষালাভ করে আসছে। উন্নত শিক্ষা ব্যবস্হার থাকার কারনে ইতিমধ্যে এই প্রতিষ্ঠান বেলকুচিতে বেশ সুনাম অর্জন করেছে। আজ মঙ্লবার সকাল ১০ টায় স্কুল প্রঙ্গনে অনুষ্ঠিত হয় শহীদ মডেল স্কুল এন্ড ক্যাডেট একাডেমী বেলকুচি শাখার বার্ষিক পুরস্কার বিতরনী অনুষ্ঠান। অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদ (বি কম অনার্স এম কম) সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন জকির হোসেন প্রধান উপদেষ্টা শাহীন মডেল স্কুল এন্ড ক্যাডেট একাডেমী বেলকুচি শাখা। এছাড়াও উপস্হিত ছিলেন শহীদ স্কুলের শিক্ষক রবিউল আওয়াল(বি এড এম এড), আশরাফুল আলম (অনার্স) এবং স্কুলের ছাত্র ছাত্রী সহ অভিবাকবৃন্দ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শহীদ স্কুল এন্ড ক্যাডেট একাডেমী একটি উন্নত শিক্ষা প্রতিষ্ঠান। শুধু বেলকুচিতে নয় এ শিক্ষা প্রতিষ্ঠানটি সারা দেশ জুড়ে শিক্ষা প্রসারে ব্যাপক ভাবে সহায়তা করে আসছে। ছাত্র ছাত্রীদের লেখাপড়াই নয় পাশাপাশি সাংস্কৃতিক কমর্কান্ডের মাধ্যমে ছাত্র ছাত্রীদের মনের বিকাশ সাধন করতে হবে । তিনি প্রতিষ্ঠানটির ছাত্র ছাত্রীদের এ সফলতা দ্বারা বজায় রাখার প্রতি গুরুত্ব আরোপ করে শিক্ষকদের নির্দেশনা প্রদান করেন এবং সামনে আরো ভালো ফলাফল আশা করে তার বক্তব্য শেষ করেন। এছাড়াও শহীদ মডেল স্কুল ও ক্যাডেট একাডেমীর শিক্ষক শিক্ষিকা ও অবিভাবকবৃন্দ বক্তব্য রাখেন। বক্তব্য শেষে ১ম শ্রেণী থেকে শুরু করে ৬ষ্ঠ শ্রেণী পর্যন্ত প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্হান অর্জনকারী ছাত্র ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
পুরস্কার বিতরনী অনুষ্ঠান শেষে এক মনোঞ্জ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।