বাগেরহাট জেলা সদরের বেশরগাতি বায়তুল লতিফ জামে মসজিদ পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। বুধবার (২৯ মে) বেলা ১১ টায় স্বপ্ননীড় এতিমখানা ও বৃদ্ধ নিবাস মিলনায়তনে কুড়িগ্রাম জেলা পরিষদের সাবেক সচিব ডক্টর ফরিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমেরিকা প্রবাসী সিপিএ রফিকুল ইসলাম জগলু।
লতিফ মাস্টার ফাউন্ডেশনের সহযোগিতায় মডেল মসজিদের নির্মাণ কাজ ইতিমধ্যে ৮০ ভাগ সম্পন্ন হয়েছে। এ মসজিদে একই সময়ে পুরুষ ও মহিলা আলাদা কামরায় নামাজ আদায় করতে পারবেন। কাজ শেষে আগামী নভেম্বরে আনুষ্ঠানিকভাবে ইবাদত বন্দেগীর জন্য খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন মসজিদ কর্তৃপক্ষ।
মসজিদ পরিচালনা কমিটিতে উপদেষ্টা হিসেবে রয়েছেন জেলা সদরের বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান মো. মাসুদ রানা (বাবুল পাইক), ইউপি সদস্য ফকির আকরাম হোসেন (চাঁন), শেখ আনিচুর রহমান, ফকির নজরুল ইসলাম (লাল মিয়া), বীর মুক্তিযোদ্ধা মোল্লা মারুফুল হক, শেখ হারুন অর রশিদ এবং তাসনিয়া হিমি।
সভাপতি মনোনীত হয়েছেন, শেখ শওকত আলী (শহর), সহ-সভাপতি শেখ মাহাবুবর হক, শেখ আবু জাফর এবং ফকির নজরুল ইসলাম (এলিন)। সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেন (মিন্টু) সহ-সাধারণ সম্পাদক শেখ শাহজাহান আলী এবং মল্লিক মোতাহার হোসেন। কোষাধ্যক্ষ মো. বোরহান উদ্দিন। পরিচালনা কমিটিতে কার্য্যকরী সদস্য হিসাবে রয়েছেন শেখ দেলোয়ার হোসেন, কাজী মাজহারুল ইসলাম, শেখ শফিকুর রহমান (শফিক), মোঃ মতলেব ফকির, শেখ মহম্মদ আলী, মোসাঃ মর্জিনা বেগম এবং হাফেজ মইনুল ইসলাম (মইন)।
Please follow and like us: