
সুমন চন্দ্র,স্টাফ রিপোর্টার : আজ ১৩ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১০টায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০১৬ উদযাপন উপলক্ষে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে এবং ইএসডিও প্রেমদীপ প্রকল্পের সহযোগিতায় র্যালী ও আলোচনা সভা করা হয়েছে। সকাল ১১টায় উপজেলা চেয়ারম্যান ফরহাদ হাসান চৌধুরী ইগলু ও ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার মোঃ রবিউল হাসানের নেতৃত্বে র্যালীটি সেতাবগঞ্জ পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার মোঃ রবিউল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ ফরহাদ হাসান চৌধুরী ইগলু। এছাড়াও সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব মোঃ মফিজুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা আবু সায়েম মোঃ জাফর, প্রেমদীপ প্রকল্পের টেকনিক্যাল ম্যানেজার মোকছেদুল মোমেনিন, উপজেলা ম্যানেজার অরুন চন্দ্র শীল, দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য জুয়েল হেম্রম, গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি ধনু রাম হেম্রম প্রমুখ।