
সুমন চন্দ্র,স্টাফ রিপোর্টার : আজ ২রা অক্টোরব রবিবার সকালে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় উৎপাদনশীলতা দিবস ২০১৬ র্যালী ও আলোচনা সভার মধ্যেদিয়ে উদযাপন করা হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে সকাল সাড়ে ১০টায় বোচাগঞ্জ উপজেলা ক্যাম্পাস হতে একটি বর্ণাঢ্য র্যালী সেতাবগঞ্জ পৌর শহর প্রদক্ষিন শেষে উপজেলা মিলনায়তনে নির্বাহী অফিসার (অঃদাঃ) মোঃ রবিউল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান যথাক্রমে মোঃ জাফরুল্লাহ, মোঃ আনিছুর রহমান, বোচাগঞ্জ থানার ওসি (তদন্ত) মীর আবু বকর সিদ্দিক, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ বাসুদেব রায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হালিম।