
সুমন চন্দ্র,স্টাফ রিপোর্টার : আজ ১৯ অক্টোবর বুধবার সকালে জাতীয় ইঁদুর নিধন অভিযান ২০১৬ র্যালী ও আলোচনা সভার মধ্যেদিয়ে উদযাপন করেছে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এ উপলক্ষে সকাল সাড়ে ১১টায় উপজেলা মিলনায়তন হতে একটি বর্ণাঢ্য র্যালী সেতাবগঞ্জ পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা মিলনায়তনে ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার মোঃ রবিউল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ফরহাদ হাসান চৌধুরী ইগলু। এছাড়াও সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ বাসুদেব রায়, উপজেলা মৎস্য কর্মকর্তা আবু জাফর মোঃ সায়েম, বে-সরকারী প্রতিষ্ঠান দীপ শিখার ব্যবস্থাপক অতুল চন্দ্র রায় প্রমুখ। সভায় বক্তারা বলেন, ইঁদুর বছরে বাংলাদেশের ১০-থেকে ১২ মেট্রিক টন ফসল ক্ষতির পাশাপাশি ডার্ক প্লেগ, জন্ডিশসহ ৩৩টি মারাত্নক রোগ ছড়ায়।