
সুমন চন্দ্র,স্টাফ রিপোর্টার : আজ ১৭ অক্টোবর সোমবার সকালে বোচাগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে এবং জন স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ২০১৬ এবং বিশ্ব হাত ধোয়া দিবস পালন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা করা হয়েছে। সকাল ১১টায় উপজেলা মিলনায়তন হতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সরকারী চাকুরী জীবিদের অংশ গ্রহনে একটি বর্ণাঢ্য র্যালী সেতাবগঞ্জ পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে মেলাগাছি সরকারী প্রাথমিক বিদ্যালয় স্কুলে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ রবিউল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ফরহাদ হাসান চৌধুরী ইগলু। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমুন নাহার মুক্তি, জনস্বাস্থ্য প্রকৌশলী মধু সুদন দত্ত, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ বাসুদেব রায়, উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা মোঃ মফিজুল ইসলাম, একটি বাড়ী একটি খামার গ্রামীন ব্যাংকের ম্যানেজার মোঃ আনোয়ার হোসেন, মেলাগাছি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শামীময়ারা বুলবুল প্রমুখ।