
সুমন চন্দ্র,স্টাফ রিপোর্টার : আজ ২২অক্টোবর শনিবার সকালে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার মুর্শিদহাট মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় কৃমি নিয়ন্ত্রন সপ্তাহ ২০১৬ ইং এর উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে বিদ্যালয় হল রুমে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি দুলাল চক্রবর্তীর সভাপতিত্বে এবং ইপিআই টেকনোলোজিষ্ট মোঃ বাহারাম হোসেন (বাহার) এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আরজুমান্দ বানু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ অফিসার (ভারপ্রাপ্ত) ডাঃ আঞ্জুমানয়ারা খানম, পৌর মেয়রের প্রতিনিধি কাউন্সিলর মোঃ রিয়াজুল ইসলাম, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ আব্দুল মোতালেব, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম প্রমুখ।এসময় বোচাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শামসুল আলম, সহকারী স্বাস্থ্য পরিদর্শক মোঃ মুনছুর আলী, অফিস সহায়ক মোঃ লোকমান হোসেন উপস্থিত ছিলেন। উল্লেখ যে, ২২ থেকে ২৭ অক্টোবর পর্যন্ত সপ্তাহ ব্যাপী ২ থেকে ১১বছরের সকল শিশুকে প্রাথমিক বিদ্যালয়ে কৃর্মি নিয়ন্ত্রন ট্যাবলেট খাওয়া শুরু হয়েছে।