
সুমন চন্দ্র,বোচাগঞ্জ ,প্রতিনিধিঃ
“আমি প্রকৃতির, প্রকৃতি আমার” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আজ ৫ জুন সোমবার সকালে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালী ও আলোচনা সভা করা হয়েছে। সকাল ১১টায় উপজেলা ক্যাম্পাস হতে একটি র্যালী পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী অফিসার শীলাব্রত কর্মকারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ বাসুদেব রায়, উপজেলা বন কর্মকর্তা নিরঞ্জন চন্দ্র রায়, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আয়েশা নুরী, সেতাবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্ব নাথ রায় প্রমুখ। এসময় উপজেলা মৎস্য অফিসার মোঃ আবু জাফর সায়েম, মহিলা বিষয়ক কর্মকর্তা জুলেখা খাতুন, স্যানিটেশন কর্মকর্তা মধু সুদন দত্ত, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মতিউর রহমান, একটি বাড়ী একটি খামার প্রকল্পের সমন্বয়কারী মোঃ আনোয়ার হোসেন, বরেন্দ্র কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন উপজেলার সহ সরকারী কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা আগামী প্রজন্মকে রক্ষায় সকলকে বেশী বেশী গাছ লাগানোর পরামর্শ দেন।