
সুমন চন্দ্র,স্টাফ রিপোর্টারঃ দিনাজপুরর বোচাগঞ্জ উপজেলায় মেতে উঠেছে শ্রী শ্রী শ্যামা পূজা দীপাবলি উৎসব। মহাশক্তির আরাধনায় অশুভ শক্তির বিনাশে শক্তির আঁধার জগৎজননী ত্রিনয়নী মা এসেছেন এই ধরাধামে। হেমন্ত যেন নিশীরাতে সেজেছে অপরূপ এক সাজে। চারিদিকে উলুধ্বনি, শঙ্খধ্বনি আর ঢাকের বাদ্যে মুখরিত যেন এই শহর। অন্ধকার জগৎ থেকে আমরা বেরিয়ে আসি মায়ের কৃপায় শান্তির লক্ষ্যে।মায়ের শ্রীচরণে লাল জবাফুলের পুস্পাঞ্জলি দিয়ে শ্রী শ্রী শ্যামা মায়ের পুজা অনুষ্ঠিত হয়েছে গতকাল শনিবার। আজ রোববার অনুষ্ঠিত হবে দীপাবলি উৎসব।হিন্দু সম্প্রদায়ের প্রতিটি বাড়িতে বাড়িতে সন্ধ্যায় প্রদীপ প্রজ্বলন করা হয়। আজ রোববার দীপাবলি উৎসব উৎযাপন করা হবে।হিন্দু সম্প্রদায়ের ২য় বৃহত্তম ধর্মীয় উৎসব শ্রী শ্রী শ্যামা পুজা।