
বোদা (পঞ্চগড়) প্রতিনিধি :
পঞ্চগড়ের বোদা উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের বিলুপ্ত ছিটমহল এলাকার করতোয়া নদীর তীর সংরক্ষণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ নুরুল ইসলাম সুজন। এ উপলক্ষে পানি উন্নয়ন বোর্ড পঞ্চগড়ের আয়োজনে গতকাল শনিবার দুপুরে নাজিরগঞ্চ মুজিব ইন্দ্রা মহাবিদ্যালয় মাঠে এক সুধি সমাবেশ অনুষ্ঠিত হয়। কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল গফুর মাষ্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য এ্যাডঃ নুরুল ইসলাম সুজন এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মাহমুদ হাসান, পানি উন্নয়ন বোর্ড পঞ্চগড়ের নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান, তত্বাবধায়ক প্রকৌশলী ইকবাল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ ওয়াহিদুজ্জামান সুজা, সাধারণ সম্পাদক ফারুক আলম টবি। এ সময় আওয়ামীলীগ, ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মীরা সহ স্থানীয় বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন। ৬০০ মিটার নদীর সংরক্ষণ কাজের জন্য প্রায় ৫ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে বলে পানি উন্নয়ন বোর্ড অফিস সুত্রে জানা গেছে।