
বোদা (পঞ্চগড়) প্রতিনিধি ঃ
পঞ্চগড়ের বোদায় গতকাল শুক্রবার উপজেলা অডিটোরিময়ামে উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলার কৃষকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মাহমুদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ নুরুল ইসলাম সুজন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ ওয়াহিদুজ্জামান সুজা, সাধারণ সম্পাদক ফারুক আলম টবি। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার আল মামুন অর-রশিদ। এ সময় ইউ;পি চেয়ারম্যান, জনপ্রতিনিধি, সাংবাদিক সহ বিভিন্ন ইউনিয়নের কৃষকরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে প্রধান অতিথি খাদ্য গুদামে গম সংগ্রহের জন সরাসরি উপজেলার কৃষকদের মাঝে গমের স্লিপ বিতরণ করেন।