
বোদা (পঞ্চগড়) প্রতিনিধি ঃ
পঞ্চগড়ের বোদায় গত তিন দিনে হিমেল হাওয়ার সাথে ঘন কুয়াশার কারণে শীতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। আবারও গতকাল শনিবার সারাদিনে কোন সূর্যের আলো দেখা যায়নি। শীতের তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রিতে নেমে এসেছে। এতে ছিন্নমুল ও খেটে খাওয়া মানুষেরা নাকাল হয়ে পড়েছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মাহমুদ হাসান জানান, সরকারি ভাবে যে সব কম্বল বরাদ্দ পাওয়া হয়েছে তা বিতরণ করা হয়েছে। আরো বরাদ্দ চেয়ে জেলা প্রশাসকের কাছে চিঠি পাঠানো হয়েছে।
Please follow and like us: