
বোদা (পঞ্চগড়) প্রতিনিধি ঃ
পঞ্চগড়ের বোদায় মর্মান্তিক সড়ক র্দুঘটনায় মুছা(৫০) ও আলম (৪০) নামের ২ জন ট্রাক ডাইভার নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে ঢাকা-পঞ্চগড় মহাসড়কের নাজিরপাড়া আরডিআরএস অফিসের সামনে। গতকাল বুধবার সকাল সাড়ে ১০ টায় দুই দিকে থেকে দুইটি দ্রুতগামী ট্রাক একটি মটর সাইকেলকে সাইড দিতে গিয়ে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে নিহত হয়। বোদা, পঞ্চগড় ও ঠাকরগাঁও ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মী বাহিনী নিহত লাশ ২টি উদ্ধার করে বোদা থানায় নিয়ে আসে। আহত দুই হেলপার বোদা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে পালিয়ে যায়। বোদা থানার অফিসার ইনচাজ এ,কে এম নুরুল ইসলাম জানান নিহত আলমের বাড়ী বগুড়ায় এবং মুছার বাড়ি ঝিনাইদহ জেলায়।