
আশুলিয়া থেকে আবুল কাশেম – তিন দিনব্যাপী ৮তম এ্যাপেক্র কাপ গল্ফ টুর্নামেন্ট-২০১৬ সাভার গল্ফ ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। ৮ই অক্টোবর শনিবার সকাল প্রায় ১০ ঘটিকায় বেলুন উড়িয়ে সাভার গল্ফ ক্লাবের সভাপতি প্রশাসন ও অর্থ পর্ষদ ব্রিগেডিয়ার জেনারেল এ টি এম আনিসুজ্জামান বিপি, এনডিসি, পিএসসি এ টুর্নামেন্টটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।
উদ্ধোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাপেক্র ফুটওয়্যার লিমিটেড এর চীফ অপারেটিং অফিসার মিঃ রাজন পিল্লাহ ও উচ্চ পদস্ত কর্মকর্তাগন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাভার গল্ফ ক্লাবের ভাইস প্রেসিডেন্টগন, সদস্য সচিব ও নির্বাহী কর্মকর্তারা। এই টুর্নামেন্টে দেশ-বিদেশের অনেক খ্যাতনামা গল্ফার অংশ গ্রহন করেন। বিকেলে গল্ফ বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হবে।