
রানা বণিক, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়) প্রতিনিধি- ব্রাহ্মনবাড়িয়ার নবীনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে শনিবার(২২/১০)সকালে ইচ্ছাময়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ইউজেডজিপি প্রকল্পের সহায়তায় “বাল্যবিবাহ ও যৌন হয়রানীকে লালকার্ড” শীর্ষক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আজিজুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান বলেন, দেশের সর্বক্ষেত্রে অভূতপুর্ব উন্নয়ন সাধিত হচ্ছে। বাংলাদেশ এখন সারা বিশ্বে উন্নয়নের বিস্ময়। মাননীয় প্রধানমন্ত্রী এ দেশের নারী সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বীকৃতি হিসেবে আন্তর্জাতিক পুরষ্কারে ভূষিত হয়েছেন। তিনি দেশকে বাল্যবিবাহ মুক্ত করার অংগীকার করেছেন। সকল উপজেলাকে বাল্য বিবাহ মুক্ত করে এ জেলাকে বাল্য বিবাহ মুক্ত ঘোষণা করা হবে।
তিনি অভিভাবকদের কেও সচেতন হওয়ার আহবান জানান।এব্যাপারে প্রশাসন ও পুলিশ বিভাগকে জিরো টলারেন্স দেখানোর জন্যও তিনি নির্দেশ প্রদান করেন। বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ইঞ্জিঃ সফিকুল ইসলাম, মেয়র মোহাম্মদ মাঈন উদ্দিন মাইনু, অফিসার ইনচার্জ মোহাম্মদ ইমতিয়াজ আহম্মেদ পিপিএম, প্রধান শিক্ষিকা কাউসার বেগম, ও ইউজেডজিপি জেলা ফেসিলিটেটর, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ। সহকারী কমিশনার (ভূমি) ওয়ালীউল হাসান সভা পরিচালনা করেন। সভাশেষে উপজেলা নির্বাহী অফিসার ছাত্রীদের বাল্য বিবাহ ও ইভটিজিং বিরোধী শপথ বাক্য পাঠ করান।