
রানা বণিক, নবীনগর (ব্রাহ্মাণবাড়িয়া) প্রতিনিধি- ব্রাহ্মনবাড়িয়ার নবীনগর শিবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্য এস আই রেজাউল করিম শুক্রবার(২২/১০) গভীর রাতে কাইতলা (দঃ) ইউনিয়নে বিশেষ অভিযান চালিয়ে কাইতলা গ্রাম থেকে আন্তঃজেলার ডাকাত দলের সদস্য জাবেদ মিয়া(৪৫)কে একটি লোহার পাইপগান ও দুই রাউন্ড কার্তুজসহ গ্রেপ্তার করে।সে ওই গ্রামের ইদন মিয়ার ছেলে।শনিবার সকালে ধৃত আসামীকে আদালতে প্রেরন করা হয়েছে। ওসি ইমতিয়াজ আহম্মদ পিপিএম বলেন,ধৃত ডাকাত জাবেদ অস্ত্র ও মাদক মামলার দীর্ঘদিন যাবত পলাতক আসামী।তার বিরুদ্ধে থানায় অস্ত্র, খুন, চুরি,ডাকতি ও মাদক সহ একাদিক মামলা রয়েছে।
Please follow and like us: