ইউরোপীয় ইউনিয়নের কার্যনির্বাহী সংস্থা ‘ইউরোপীয় কমিশন’ সম্মাননায় ভূষিত হলেন মানবতার সেবায় নিয়োজিত জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার বিজয়ী, মর্যাদাপূর্ণ অসংখ্য স্বীকৃতি ও খেতাব প্রাপক ব্রিটিশ বাংলাদেশী মনসুর আহমদI ইউরোপীয় কমিশন এর আমন্ত্রণে মনসুর আহমদ বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে অনুষ্ঠিত ১৮-১৯ মার্চ ইউরোপীয়ান হিউম্যানিটেরিয়ান ফোরাম ২০২৪ (EHF 2024) এ যোগদান করেন I
ইউরোপীয় ইউনিয়ন প্রতিষ্ঠান, ইউরোপীয় ইউনিয়ন সদস্য রাষ্ট্র, তৃতীয় বিশ্বের দেশ, অংশীদার সংস্থা, স্থানীয় মানবিক ব্যাক্তিত্ব, জাতিসংঘ সংস্থা, রেড ক্রস/রেড ক্রিসেন্ট সংস্থা এবং শিক্ষাবিদসহ ব্যাপক মানবিক-উন্নয়ন সম্প্রদায় অত্র ‘ইউরোপীয়ান হিউম্যানিটেরিয়ান ফোরাম ২০২৪’ এর প্যানেল অধিবেশন সমূহের অন্তর্ভুক্ত ছিল I ব্রাসেলসে অনুষ্ঠিত হিউম্যানিটেরিয়ান ফোরাম ২০২৪ এ যোগদানকালে মনসুর আহমদ বিভিন্ন প্যানেল আলোচনায় অংশগ্রহণ করে গঠনমূলক ও কার্যকরী মতামত প্রদান করেন এবং অনুষ্ঠানের ফাঁকে ইউরোপীয় নেতা, বেলজিয়াম মন্ত্রীবর্গ, নোবেল শান্তি পুরস্কার বিজয়ী (২০১৮) ডক্টর ডেনিস ডেনিস মুকওয়েজি এবং বিশ্বের বিভিন্ন দেশ ও সংস্থা হতে আগত সংস্থা প্রধান এবং প্রতিনিধিদের সাথে সাক্ষাৎ ও মতবিনিময় করেন I
উল্লেখ্য যে দু’ দিনের এ ফোরামে বেলজিয়ামের রানী মাথিল্ডে সমাপনী অধিবেশনে যোগদান করেন I হিউম্যানিটেরিয়ান ফোরামে মধ্যপ্রাচ্যের চলমান সংকট, মানবিক সহায়তা প্রদানে দক্ষতা বৃদ্ধির কৌশলগত উপায়, রোহিঙ্গা সংকট মোকাবেলা, ভেনেজুয়েলা ও কলোমবিয়া’র সঠিক শিক্ষা চ্যালেঞ্জ, অপরাধ কবলিত পরিবেশে মানবিক সাহায্য দান, রাজনৈতিক অস্থিরতায় মানবিক সাহায্য চলমান রাখা, সক্রিয় মানবিক সুরক্ষার মাধ্যমে সহিংসতা এবং লঙ্ঘন প্রতিরোধ এবং প্রশমিত করা, কঙ্গো’র ডেমোক্রেটিক রিপাবলিকে যৌন হয়রানি, সংঘাত ও মানবিক জরুরী অবস্থায় মানবিক কর্মীদের নিরাপত্তা নিশ্চয়তা সহ বর্তমান বিশ্বের সমসাময়িক আরো অনেক গুরুত্ব পূর্ণ বিষয়াদি আলোচনায় স্থান পায় I
মনসুর আহমদ যিনি পেশায় একজন একাউন্টেন্ট বর্তমানে যুক্তরাজ্যের অন্যতম বৃহত্তম দাতব্য সংস্থা আল্ শিরকাতুল ইসলামীয়ার একাউন্টস অ্যান্ড ফিন্যান্স বিভাগের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন এবং একজন সক্রীয়, নিবেদিত ও অনুপ্রেরণা মূলক নিঃস্বার্থ স্বেচ্ছাসেবী হিসেবে জাতীয় ও আন্তর্জাতিক বহু সংস্থার সাথে জড়িত হয়ে মানব কল্যাণ মূলক কর্মকাণ্ডে যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় প্রশংসনীয় অবদান রেখে আসছেন I তিনি আহমদিয়া মুসলিম জামাত, যুক্তরাজ্যের একজন জীবন উৎসর্গকারী সদস্য I