
বরিশাল প্রতিনিধিঃ
সবার সাহায্য ও সহযোগীতা নিয়ে ব্লাড ক্যান্সারে আক্রান্ত অষ্ঠম শ্রেনিতে ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত মেধাবী ছাত্র উদয় বাঁচতে চায়। মেধাবী উদয় বরিশালের আগৈলঝাড়া উপজেলার বড় বাশাইল গ্রামের মো. মফিজুর রহমানের তিন ছেলে মেয়ের মধ্যে সবার বড়। নবম শ্রেণির ছাত্র উদয় বাশাইল মাধ্যমিক বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে। ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে উদয় গত একমাস যাবত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ক্যান্সার হেমোটোলোজি ওয়ার্ডের ২নং বেডে চিকিৎসাধীন রয়েছে। ছেলের চিকিৎসার জন্য দরিদ্র বাবা মফিজুর রহমান ইতোমধ্যেই তার সহায় সম্বল বিক্রি করে এখন নিঃস্ব হয়ে পরেছেন। চিকিৎসকেরা জানিয়েছেন উদয়ের চিকিৎসার জন্য ১২ লাখ টাকা প্রয়োজন। বিপুল অংকের টাকা সংগ্রহ করে তার দরিদ্র বাবার পক্ষে চিকিৎসা করানো অসম্ভব। তাই ছেলে উদয়কে বাচানোর জন্য দেশ বিদেশের হৃদয়বান ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে সাহায্যের আকুল আবেদন ও দোয়া প্রার্থনা করেছেন উদয়ের বাবা। যোগাযোগ ও সাহায্য পাঠানোর ঠিকানা মো. মফিজুর রহমান (বিকাশ নম্বর) ০১৭২০-১০৬৬০৯। মো. সাইফুল ইসলাম শওকত, হিসাব নং-১৬৪১১০১৪১৫৯৪২, ডাচ বাংলা ব্যাংক, শাখা মিরপুর-১০।