
নয়া আলো ডেস্ক-এখন থেকে যে কোনো ধরনের ব্লিজারড বা দূর্দান্ত চরিত্রের গেমগুলো উপভোগ করা যাবে ফেসবুক লাইভে। ফেসবুকের সঙ্গে গেম নির্মাতা ব্লিজার্ডের এ বিষয়ে চুক্তি হয় গত জুনে। সে সময় ব্লিজার্ড ঘোষণা করে, বিশ্বের জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমটির সঙ্গে যৌথভাবে কাজ করবে তারা। এজন্য ফেসবুকের ‘গো লাইভ’ ফিচার ঠিক করা হয়েছে। ফেসবুকের এই লাইভ স্ট্রিমিং সেবা হলো সোশ্যাল নেটওয়ার্কে যুক্ত বিশাল কার্যক্রমের একটি। বর্তমানে প্রকাশিত প্রতিবেদনগুলোতে যৌথ সেই উদ্যোগের ব্যাপারে জানানো হয়, অবশেষে গেমপ্রেমীদের হাতের নাগালে কাঙ্খিত ব্লিজার্ড স্ট্রিমিং। তবে লাইভ স্ট্রিমিং সুবিধাটি এখন যুক্তরাষ্ট্র, সাউথইস্ট এশিয়া, অষ্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে প্রাপ্তিসাধ্য। খুব শীঘ্রই সারা বিশ্বের গেমারদের জন্যও অবমুক্তের আশা রয়েছে। এ মুহূর্তে শুধুমাত্র পিসি গেমাররা সুবিধাটি পাচ্ছেন, অবশ্য ম্যাক সাপোর্টের জন্যও কাজ করা হচ্ছে। তাই যারা গেম ভালবাসেন খুব সহজেই ফেসবুক পেজে লাইভ উপভোগ করতে পারবেন উত্তেজনাপূর্ণ গেমগুলো। এজন্য আগ্রহীদের ব্যাটল.নেট অ্যাকাউন্ট থেকে ফেসবুকে সংযোগ স্থাপন করতে হবে। তাহলে ওভারওয়াচ, হেয়ারথস্টোন এর মতো গেমগুলো সরাসরি উপভোগ্য হবে ফেসবুক টাইমলাইনে। উল্লেখ্য, ব্লিজার্ড তাদের সমস্ত পিসি গেমের জন্য ফেসবুক লগ ইন অপশন যোগ করারও ঘোষণা দেয়। উদ্দেশ্য ব্লিজার্ড গেমগুলোতে স্যোশাল কার্যক্রমের নতুন পথ তৈরি করা।