ইউসুফ আহম্মেদ, উল্লাপাড়া প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বড় পাঙ্গাশী ইউনিয়নের চন্দন গাতী গ্রামে রবিবার সকালে ইউপি সদস্য মো: হারুন আর রশিদ এর নেতৃত্বে স্থানীয় কবরস্থানে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ সহ সর্বস্তরের মানুষের উপস্থিত ও সমন্বয়ে দির্ঘদিন পর কবরস্থান
রাস্তা নির্মানের কাজ উদ্বোধন করেন,
বড় পাঙ্গাশ ইউনিয়ন চেয়ারম্যান পদ প্রার্থী,
জনাব : মো: বকুল হোসেন বকু, সভাপতি চন্দন গাতী আলিম সিনিয়র মাদ্রাসা , এ সময় উপস্থিত ছিলেন বড় পাঙ্গাশী ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এর সভাপতি পদ প্রার্থী, পি এম বাবু,
গ্রামে স্থানীয় কবরস্তানের ৫শ ফুট রাস্তার শুভ উদ্বোধন করা হয় । দীর্ঘ দিন পর কবরস্থানের রাস্তার অবসান ঘটাঁলেন। রাস্তার চন্দন গাতী গ্রামের পাকা সড়ক থেকে কবরস্থান পর্যন্ত ৬শ ফুট রাস্তার কাজ শুরু হয়।
প্রায় শত বছরের কবরস্থানের সামনে দিয়ে রাস্তাটি ছোট কোয়ালী বেড় সাংবাদিক ইউসুফ আহম্মেদ এর বাড়ির পযন্ত যাতায়াতের জন্য রাস্তাটির কিছু অংশভাগ কাজ করা হচ্ছে, ইউপি সদস্য জানান পরে আর কাজ আসলে পুরু রাস্তার কাজ করা হবে, বর্ষা সহ সারা বছর এই রাস্তায় যাতায়াতের দুর্ভোগ লাঘব হবে বলে জানান।