ভাবিনি কখনো
তপন সরকার
দেখেছি প্রেম তোমার কাজল নয়নে|
দেখেছি স্বপ্ন কত…!
ভাবিনি কখনো — প্রেম নয়,
মরিচীকা দেখে হয়েছি আত্মহারা!
এখন কোথায় স্বপ্ন হায়!
কোথায় আমার উথলে উঠা দরদ তোমার জন্য|
এখন দেখি ,তোমাতে আমাতে অমিল পাহাড় সমান!
রাক্ষুসী ,ডাইনী, সব উপাধি এখন তোমার জন্য খাটে|
দৃষ্টি সীমায় দুরত্ব বেড়ে বেড়ে হয়েছে সীমানাবিহীন
একদিন নয় ,এক ঘন্টা নয়, এক মূহুর্ত আমাকে ছাড়া কাটেনি যার ,
সেই কীভাবে বছরের পর বছর আমাকে ছাড়া কাটায়?
এটাই কি প্রতিশোধ? এটাই কি শাস্তি ?
সবি তো দিয়েছিলাম শুধু পারিনি দিতে এ হৃদয়ের গোপন ভাষা কে আছে হৃদয়ে আমার?
কারে বাসি ভাল?
তুমি আজ জেনে গেছ তোমার গোপন সূত্রে—
এ হৃদয়ে তুমি নও– অন্য কারো বাস|
কী নিঠোর সূত্র তোমার!
মিথ্যাসূত্রে ভাঙ্গলে আমার অবুঝ মন|
অগোছালো মন পুড়ে পুড়ে হয়েছে ছাই পুড়া মন পারে না ভালবাসিতে আর |