
বেনাপোল দিয়ে ভারতে পাচারের শিকার হওয়া সাগরীকা(২০) নামে এক কিশোরীকে দুই বছর পর ট্রাভেল পারমিটে ফেরত দিলো ভারতীয় পুলিশ। রবিবার (২১) জুন বিকাল৫টার সময় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের হাতে হস্থান্তর করে।ফেরতকৃত কিশোরী নড়াইল লোহাগড়া থানার শ্রীভাষ কুমার বিশ্বাসের মেয়ে। বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আহসান হাবিব জানান, ইমিগ্রেশনে কাগজ পত্রের আনুষ্ঠানিকতা শেষে কিশোরীকে জাস্টিস এন্ড কেয়ার নামে একটি এনজিও সংস্থ্যার হেফাজতে দেওয়া হয়েছে। জাস্টিস এন্ড কেয়ারের ফিল্ড অফিসার রোকেয়া খাতুন জানান, ভাল কাজের প্রলোভনে দালাল চক্রের খপ্পরে পড়ে ঐ কিশোরী ভারতে যায়। পরে ভারতীয় পুলিশ অভিযানে তাকে উদ্ধার করে। অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করে। সেখান থেকে ভারতীয় এনজিও সংস্থ্যা তাকে ছাড়িয়ে নিজেদের হেফাজতে রাখে। রাষ্ট্রীয় কাগজপত্রের প্রক্রিয়ায় শেষে দেশে আনা হয়।