ভারতের আসামে বিজেপি’র হবু মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল বলেছেন, কথিত বাংলাদেশি ‘অনুপ্রবেশ রোধ করতে ভারত-বাংলাদেশ সীমান্ত সীল করে দেয়াকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হবে।’
কথিত অনুপ্রবেশ সমস্যাকে তিনি ‘বড় চ্যালেঞ্জ’ এবং ‘জাতীয় সমস্যা’ বলে মন্তব্য করেন।
আসামে ১৫ বছর ধরে ক্ষমতাসীন থাকা কংগ্রেসকে পরাজিত করে বিজেপি এবার সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে।
কার্যত মুখ্যমন্ত্রী হিসেবে সর্বানন্দ সনোয়ালের শপথ নেয়া এখন সময়ের অপেক্ষা মাত্র।
বেসরকারি ফলাফলে প্রকাশ, অসমে ১২৬ টি আসনের মধ্যে বিজেপি ৮৭, কংগ্রেস ২৪, এআইইউডিএফ ১৩ এবং অন্যান্যরা ২ টি আসনে জয়ী অথবা এগিয়ে রয়েছেন।
সর্বানন্দ সনোয়ালকে মুখ্যমন্ত্রী হিসেবে সামনে রেখে নির্বাচনে লড়েছিল বিজেপি। তার এবং বিজেপির অন্য প্রার্থীদের সমর্থনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে বিজেপি সভাপতি অমিত শাহ এবং দলের অন্য সিনিয়র নেতারা ভোট প্রার্থনা করেছিলেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আসামের জয়কে ‘ঐতিহাসিক’ এবং ‘দৃষ্টান্তমূলক’ বলে অভিহিত করেছেন। প্রধানমন্ত্রী মোদি সর্বানন্দকে ফোন করে শুভেচ্ছাও জানিয়েছেন। তিনি টুইটার বার্তায় লিখেছেন, ‘আসামবাসীর স্বপ্ন-আকাঙ্ক্ষা পূরণে, প্রগতির পথে রাজ্যের উন্নয়নের যাত্রাকে নতুন উচ্চতায় পৌঁছে দিতে যা যা সম্ভব, সব করবে বিজেপি।’
জয়ের পর বৃহস্পতিবার সর্বানন্দ সনোয়াল বলেন, ‘আমাদের মূল লক্ষ্য থাকবে, হিন্দু বা মুসলিম, যা-ই হোন, রাজ্যের বৈধ বাসিন্দাদের স্বার্থ রক্ষা করা।’
‘অসমীয়া, বিহারী, মারওয়াড়ি, বাঙালি, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, শিখ-সবাইকে নিয়ে বৃহত্তর অসমীয়া সমাজকে রক্ষা করতে হবে’ বলেও মন্তব্য করেছেন সর্বানন্দ।
আসামের রাজনীতিতে অবৈধ বাংলাদেশি একটি বড় ইস্যু। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে বিজেপির প্রায় সব নেতা একে নির্বাচনী কার্ড হিসেবে ব্যবহার করছেন।