২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ১২ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • ভালবাসা দিবসে জাফরীন সাদিয়ার গল্প ও চিত্রনাট্যে ভালোবাসার দুইটি নাটক




ভালবাসা দিবসে জাফরীন সাদিয়ার গল্প ও চিত্রনাট্যে ভালোবাসার দুইটি নাটক

মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ০৭ ২০১৮, ১৭:৫২ | 806 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বিশ্ব ভালোবাসা দিবসে জাফরীন সাদিয়ার গল্প ও চিত্রনাট্যে ভালোবাসার বিরতিহীন দুইটি নাটক জিটিভি এর পর্দায় আসছে আগামী ১৩ই ফেব্রুয়ারী “মনজুরে” ও ১৪ ফেব্রুয়ারী “বিলাভড” এই দুটি নাটক রাত ৮:৪৫মি: এ। “মনজুরে” নাটকটি পরিচালনা করেছেন রাহাত মাহমুদ অভিনয়ে করেছেন তৌসিফ মাহবুব, তানজিন তিশা, তালহা খান, কাজী উজ্জ্বল, শিল্পী সরকার অপু, সামির, হৃদিতা প্রমুখ। যৌথভাবে নাটকটির চিত্রনাট্য সাজিয়েছেন জাফরিন সাদিয়া ও তাইমুর মাহমুদ শমীক। আশির দশকে রাজ্জাক-কবরী যে ধারার সিনেমায় অভিনয় করতেন, সেই ফ্লেভারে ‘মনজুড়ে’ নাটকটি নির্মিত হয়েছে। যেখানে তৌসিফকে রাজ্জাক ও তিশাকে কবরীর মতো লাগবে। গল্পটা একেবারেই ক্লাসিক এবং ফিল্মি গল্প। তাছাড়া নাটকে গ্রাম-শহরের সবকিছু ফিল্মি কায়দায় দেখানো হয়েছে। নাটক সম্পর্কে তৌসিফ ও তিশা বলেন “কাজটি করার পর একটা তৃপ্তি পেয়েছি। এই কাজটি করে সন্তুষ্ট আমরা।” মনজুরে নাটকে সংগীত আয়োজনে ছিলেন অরূপ, কণ্ঠ দিয়েছেন রাফি আহমেদ ও গানের কথা লিখেছেন জাফরীন সাদিয়া।

অন্যদিকে ‘বি লাভড’ পরিচালনা করছেন রুবেল হাসান। অপূর্ব’র মূল ভাবনায় গল্প এবং চিত্রনাট্য লিখেছেন জাফরিন সাদিয়া ও রুবেল হাসান। এতে অভিনয় করছেন অপূর্ব ও ঐন্দ্রিলা। এই নাটকের মাধ্যমে ৭ বছর পর আবারও অভিনয় করছেন চিত্রনায়ক বুলবুল আহমেদের এই কন্যা। ফলে নাটকটির বিশেষত্ব নিয়ে বাড়িয়ে বলার কিছু নেই। নাটকে আরো অভিনয় করেছেন কায়েস চৌধুরী, খালেকুজ্জামান, মম আলী, মাহাদী হাসান পিয়াল, সাবিহা  জামান, নিয়াজ মাহমুদ  তারিক প্রমুখ.

অপূর্ব বলেন, গল্পটা দুটো ভালো মানুষের ভালোবাসার গল্প। অনেক সময়ে ভালো মানুষের ভালো মানষিকতা গুলো বিপদ ও ভুলবোঝা বুঝির কারণ হয়ে দাড়ায়ে। সেটাই দেখানো হয়েছে। নাটকের মূল ভাবনা হলো একটি বিয়ে মানে শুধু একটা নারী ও পুরুষের দাম্পত্য মিলন নয়, দুটি পরিবারের সম্পর্কের সেতুবন্ধন। এই বন্ধনে যদি ফাটল ধরে তখন কেউ সুখী হতে পারে না।

জাফরিন সাদিয়া বলেন, বরাবরই চেষ্টা করি দর্শকের ভালো লাগার মতো কিছু উপহার দিতে। এই দুটি নাটকের গল্প ভালোবাসার। খুবই সাধারণ দুইটি গল্প। চারপাশে ঘটে যাওয়া কিছু ঘটনা থেকেই গল্প ভাবনা গুলো। নাটকের জন্যই কিছুটা নাটকীয়তা এছাড়া গল্প ছিমছাম ও পরিবারের সবাইকে নিয়ে একসাথে বসে উপভোগ করার জন্যই আমার একান্ত প্রয়াস।আশা করছি দর্শক তাদের প্রত্যাশিত গল্পটা পাবেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET