মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় ভাষাশহীদদের স্মরণ করলেন বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ সিরাজগঞ্জ জেলা শাখা (রেজিঃনং ১২০৪৮) এর সকল নেতৃবৃন্দ। হাজারো মানুষ শ্রদ্ধার ফুল হাতে গতকাল ২১ ফেব্রুয়ারী বুধবার সিরাজগঞ্জ পৌর শহরের মুক্তির পানে ১৯৫২ সালের এই দিনে মায়ের ভাষাকে রক্ষা করতে গিয়ে জীবন উৎসর্গকারী ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন, বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি আশীষ কুমার ঘোষ, সাধারন সম্পাদক কে এম ছানোয়ার হোসেন, সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে। সাধারন সম্পাদক কে এম ছানোয়ার হোসেন বলেন, আমাদের মাতৃভাষা বাংলা। এই ভাষাকে নিয়ে আমরা গর্ব করি। ১৯৫২ সালে বুকের রক্ত দিয়ে সালাম, সফিক, বরকত, জব্বার, রফিক যে ইতিহাস রচনা করেছেন, সেটিই হয়ে উঠেছে বাঙালির অধিকার আদায়ের, মাথা নত না করার চির প্রেরণা। তিনি আরো বলেন, তাই একুশে ফেব্রুয়ারি শুধু একটি দিন নয়, বাঙালির আবেগ, ভালোবাসা, আত্মপরিচয়ের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যাওয়া এক প্রেরণার উৎস। আমরা শ্রদ্ধাবনতচিত্তে ভাষা আন্দোলনের জানা-অজানা সব শহীদকে স্মরণ করি।
এসময় সংগঠনের সদস্য এস বি শাহীন, শহীদুজ্জামান পলাশ, রেজাউল করিম, আরিফ, মাছুম আলী, নকুল কুমার সাহা, সোহেল, শাহজাহান,আসাদ ,লিটন, সদর উপজেলার সভাপতি আমিনুল ইসলাম সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।