সিরাজগঞ্জ শহরের ঐতিহ্য বাহী বিদ্যাপীঠ ভিক্টোরিয়া হাইস্কুলের আয়োজনে ২৫ মার্চ গণহত্যা দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
সোমবার (২৫ মার্চ) সকালে অত্র বিদ্যালয়ের হলরুমে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভিক্টোরিয়া হাই স্কুল ম্যানেজিং কমিটির সদস্য সচিব ও অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাজেদুল ইসলাম।
স্বাগত বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক মোঃ শফিউল আলম উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী শিক্ষক রাশিদুল হাসান।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ১০ম শ্রেনীর ছাত্র আবু হুরায়রা গীতা পাঠ করেন ৭ম শ্রেনীর ছাত্র যুবরাজ।
উক্ত অনুষ্ঠানে অত্র স্কুলের সিনিয়র সহকারী শিক্ষক মির্জা গোলাম মোস্তফা, সিনিয়র সহকারী শিক্ষক সাইফুল ইসলাম , সহকারী শিক্ষক অচিন্ত কুমার মন্ডল,পারভিন খাতুন,জিয়াসমিন সুলতানা, রকিবুল ইসলাম, শামীম হোসেন, নাজমা খাতুন,শিউলি খাতুন, সানজিদা খাতুন সহ অন্যান্য শিক্ষকগন, কর্মচারীগণ শিক্ষার্থীদের একাংশ উপস্থিত ছিলেন ।
এ অনুষ্ঠানে আলোচকগণ বলেন, বাঙালীজাতির স্বাধীনতার আকাঙ্ক্ষা মুছে দেওয়ার চেষ্টায় ১৯৭১ সালের ২৫ মার্চ গণহত্যা চালায় পাকিস্তানি হানাদার বাহিনী। তারপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে নয় মাসের সশস্ত্র রক্তক্ষয়ী ৯ মাস যুদ্ধের মধ্য দিয়ে পাকিস্তানী বাহিনী ও তাদের দোসরদেরকে পরাজিত করে আমরা স্বাধীনতা যুদ্ধে জয় লাভ করে পাই সোনার বাংলা । তাই আমাদের স্বাধীনতার মহান মুক্তিযুদ্ধ ইতিহাস জানতে হবে লালন করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার লক্ষ্যে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করতে হবে এজন্য জাতিকে আমাদের নতুন প্রজন্ম দেরকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে।