প্রেস বিজ্ঞপ্তি:
আজ সোমবার সকাল ১১ টায় কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ যুব রেড ক্রিসেন্ট সোসাইটির আসন্ন পিকনিক আগামী ১৪ এপ্রিল রোজ বৃহস্পতিবার যাওয়া উপলক্ষ্যে এক জরুরী সভা কলেজের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সহকারী দলনেতা বাংলা বিভাগের মার্স্টাস এর ছাত্রী রাকিয়া আক্তারের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন সহকারী দলনেতা হেলাল উদ্দিন, সহকারী উপদলনেতা মাহিন তালুকদার, আজিম উল্যাহ হানিফ, ওসমান গনি, সদস্যদের মধ্যে ছালেহ আহম্মদ জাহিদ, শাহাদাত হোসেন, তানভীর হোসেন, সাহিদা হাসান, খন্দকার রীমা, তানিয়া আক্তার, নাজমুল হাসান, আমিনুল ইসলাম বাবু ওরফে আপন্স, মওলানা ইউসুফ, বেলায়েত হোসেন, গোলাম সাহিব আফনান, সাদ্দাম হোসেন, জহিরুল ইসলাম জুয়েল, খোরশেদ আলম, মোসাদ্দেক কামাল, এ জে এম ছালেহ জাফর, আবু জাফর,খাদিজা আক্তার, জেসমিন আক্তার জান্নাত প্রমুখ।