আজিম উল্যাহ হানিফ:
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ যুব রেডক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে শান্তিতে ১ম নোবেল বিজয়ী মাহাত্ম জিন হেনরী ডুনান্ট এর ১৮৮ তম জন্মদিন ও রেডক্রিসেন্ট এর দিবস উদযাপনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আজ রবিবার সকাল ১১ টায় রেডক্রিসেন্টের কলেজ কার্যালয়ে। সংগঠনের ইনর্চাজ ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান লেফ. মিতা সফিনাজের সভাপতিত্বে ও সহকারী দলনেতা মো: হেলাল উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ অধ্যক্ষ প্রফেসর মো: আবদুর রশীদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ উপাধ্যক্ষ আবু তাহের, শিক্ষক পরিষদের সম্পাদক জহিরুল ইসলাম পাটোয়ারী, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মশিউর রহমান ভূইয়া,সাবেক সহকারী দলনেতা আনিসুর রহমান রিয়াদ, উপদলনেতা খাজিনা আক্তার খাজি। উপস্থিত ছিলেন সহকারী উপদলনেতা মাহিন তালুকদার, কামরুন নাহার কনা, শারমীন আক্তার, আবু জাফর রণি, ওসমান গণি, আজিম উল্যাহ হানিফ প্রমুখ।