১৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ৩০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-




ভিসিটির পুনর্মিলনীতে প্রাক্তণ ও বর্তমানদের মিলন মেলা

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ২৫ ২০২৪, ০০:৩৫ | 669 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

আজিম উল্যাহ হানিফ:
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের  নাট্য সংগঠন ভিক্টোরিয়া কলেজ থিয়েটার (ভিসিটি’র) পুনর্মিলনী সম্পন্ন হয়েছে। শুক্রবার বিকেল থেকে শনিবার দিনব্যাপী ওই পুনর্মিলন সম্পন্ন হয়। শনিবার সকালে ধর্মপুর ভিক্টোরিয়া সরকারি কলেজ ক্যাম্পাসে সংগঠনটির অফিস ভবনের সামনে শুরুতে সাবেক নাট্যকর্মীদের ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনায় বরণ, উপহার প্রধান শেষে শোভাযাত্রা করে বঙ্গবন্ধুর ম্যুরালের সামনে গিয়ে গ্রুপ ফটোসেশন শেষে পুনরায় অফিস ভবনের সামনে এসে শেষ হয়। পরবর্তীতে বাস নিয়ে কুমিল্লার লালমাই পাহাড় এলাকার ব্লু ওয়াটার পার্কে মূল অনুষ্ঠান শুরু হয়। কবিতা, গল্প, আড্ডা, গান, নৃত্য, ফ্যাশন শো, পালা গান, ছোট্ট অভিনয়, পরিচিতি পর্ব, কুইজ সহ নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। সাবেকদের মিলনমেলায় যেন আনন্দ মেলায় রুপ নেয়। অনেকে আবার স্ত্রী সন্তানদের নিয়ে হাজির হন অনুষ্ঠানে। ফেলা আসা রঙিন দিনের অনেক মজার মজার গল্প তুলে ধরেন অনেকে। ভিসিটির আজকের অবস্থানে আসতে যাদের অক্লান্ত পরিশ্রম হয়েছে সেই সারথিদের স্মরণ করা হয়।
অন্যান্যদের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ ও সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক ড. আবু জাফর খান, কুমিল্লা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক হাসনাত আনোয়ার উদ্দিন, কুমিল্লা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক  ও সংগঠনটির প্রতিষ্ঠাকালীন প্রধান উপদেষ্টা অধ্যাপক জহিরুল ইসলাম পাটোয়ারী, বিশিষ্ট নাট্যকার শাহজাহান চৌধুরী, সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি চলচ্চিত্র নির্মাতা আনোয়ার হোসেন আলম সহ সাবেক সভাপতি-সাধারণ সম্পাদক, প্রতিষ্ঠাকালীন সদস্য সহ বর্তমান সভাপতি-সাধারণ সম্পাদক, কার্যকরী পরিষদের সদস্যরা।
শ্রদ্ধাভরে স্মরণ করা হয় প্রয়াত নাট্যকর্মী সোহাগী জাহান তনুকে। তনুর আত্মার মাগফেরাত কামনা করা হয়। পাশাপাশি তাঁর হত্যাকারীদের নাম প্রকাশ করে দৃষ্টান্তমূলক  শাস্তির দাবি জানান অনেকে।
জানা যায়, ২০০৯ সালে ২১ ফেব্রুয়ারি এক ঝাঁক তরুণ নাট্য ও সাংস্কৃতিক কর্মী নিয়ে গড়ে উঠে ভিক্টোরিয়া কলেজ থিয়েটার (ভিসিটি)। সংগঠনটির মূল স্লোগান নাট্য চর্চার মাধ্যমে বিবেককে জাগ্রত করো। সেই থেকে যাত্রা শুরু করে মঞ্চ নাটক ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে দেশব্যাপী জনপ্রিয়তা লাভ করে সংগঠনটি। বর্তমানে ১৬ তম বর্ষে পদার্পন করেছে সংগঠনটি।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET