পাকিস্তানের ফাস্ট বোলার জুনায়েদ খানের প্রথম সন্তান মারা গেছে। গত বৃহস্পতিবার তার সদ্য-জাত শিশু সন্তানটি ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথেই মারা যায় বলে জুনায়েদ খান নিজেই জানিয়েছেন।
এদিন সকালে টুইটারে জুনায়েদ লিখেছেন, আমার জীবনের কষ্টের দিন, আমি আমার প্রথম সন্তান হারিয়েছি কিন্তু আল্লাহর রহমতে আমার স্ত্রী সুস্থ্য আছেন এবং সে এখন আগের চেয়ে ভালো। ধন্যবাদ, মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা।
এর আগে গত বুধবার সকলের কাছে প্রার্থনার আর্জি জানিয়ে তিনি টুইটারে লেখেন, সকলকে সালাম আমার স্ত্রী হাসপাতালে ভর্তি আছে, আমি আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা সকলেই আমার স্ত্রীর সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ুর জন্য প্রার্থনা করবেন।