কুষ্টিয়ার ভেড়ামারায় জাতীয় মহিলা সংস্থার তত্ত্বাবধানে স্থানীয় সরকার বিভাগের উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প এবং জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সী (জাইকা)’র সহযোগিতায় আজ রবিবার সকাল ১০টায় চন্ডিপুর মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে সন্ত্রাস, মাদকমুক্ত সমাজ গঠন, বাল্য বিবাহ প্রতিরোধ এবং যৌতুকের মত সামাজিক ব্যাধিকে দুর করতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সপ্তাহ ব্যাপী সচেতনতা মূলক ক্যাম্পেইন এর অংশ হিসেবে ২য় দিনের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। চন্ডিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল হক এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও চন্ডিপুর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি’র সভাপতি আব্দুল হাফিজ তপন। উপজেলা জাতীয় মহিলা সংস্থার সমন্বয়কারী মোহাঃ আসমান আলী’র উপস্থাপনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা অফিসার আবু নাসির, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ জান্নাতুল ফেরদৌস, উপজেলা সমাজসেবা অফিসের আব্দুল ওদুদ, উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের ডেভোল্পমেন্ট ফ্যাসিলিটেটর উত্তম কুমার বিশ্বাস, ভেড়ামারা প্রেসক্লাবের যুগ্ন আহবায়ক ও খোলা কাগজের প্রতিনিধি এস.এম.আবু ওবাইদা-আল-মাহাদী প্রমূখ। অনুষ্ঠানের শুরুতেই সম্মানিত সকল অতিথিবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেন বিদ্যালয়ের শিক্ষার্থীরা। উক্ত অনুষ্ঠানে চন্ডিপুর মাধ্যমিক বিদ্যালয়ের ২০০ছাত্র/ছাত্রী অংশ গ্রহণ করেন।
Please follow and like us: