এন.এইচ.নাহিদ:- কুষ্টিয়ার ভেড়ামারা থানায় চিকিৎসকের ভুল চিকিৎসায় চুমকি (২২) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে।চুমকি ভেড়ামারা পৌরসভার প্রফেসরপাড়া এলাকার কারিবুল ইসলাম বড় এর পুত্র রকি হোসেনের স্ত্রী।
পরিববার সূত্রে জানা যায়,চুমকি ৫ মাসের অন্তঃসত্বা ছিলেন।
তার এলার্জী সহ অন্যান্য সমস্যা দেখা দিলে তাকে ভেড়ামারা থানাপাড়ার প্রবিন ডাক্তার মশিউর রহমানের নিকট শরণাপন্ন হলে তিনি ভুল চিকিৎসা প্রদাণ করেন।পরে চুমকির অবস্থা আশংকাজনক হলে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করেন।পরে কুষ্টিয়া থেকে ঢাকা রেফার্ড করা হয়।কুষ্টিয়া থেকে ঢাকা নেওয়ার সময় পথিমধ্যে চুমকি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
নিহত চুমকির স্বজন আরব আলী জানান,ডাক্তার মশিউর রহমানের ভুল চিকিৎসার কারণে চুমকির মৃত্যু হয়েছে।এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসন ও উর্দ্ধতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষন করেছেন।
Please follow and like us: