
মো.নাজমুল হাসান নাহিদ, কুষ্টিয়া জেলা প্রতিনিধি।।। কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় স্পট বিদ্যুৎ এর মাধ্যমে ৫শ’ পরিবারকে নতুন সংযোগ প্রদান করা হয়েছে। বাহাদুরপুর ইউনিয়নকে শতভাগ বিদ্যুতায়ন করা উপলক্ষে আজ সকালে পল্লী বিদ্যুৎ সমিতির কুচিয়ামোড়া অভিযোগ কেন্দ্র থেকে গ্রাহকরা মিটার প্রতি মাত্র ৬৫০ টাকা জমা দেওয়ার সাথে সাথে পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তারা গ্রাহকদের বাসায় পৌঁছে দিয়েছে এই বিদ্যুৎ সংযোগ। ২০১৬ সালের মধ্যে কুষ্টিয়ার ভেড়ামারা ও মিরপুর উপজেলায় শতভাগ বিদ্যুৎ ব্যবস্থা নিশ্চিত করলে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর নির্দেশক্রমে উপজেলার প্রতিটি পরিবারের মাঝে সহজে বিদ্যুৎ সংযোগ প্রদান করা এবং বিদ্যুৎ প্রাপ্তির েেত্র গ্রাহকদের হয়রানী দুর করতে এই স্পট বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করা হয়েছে বলে জানান পলী বিদ্যুৎ সমিতির কর্মকর্তারা। কুষ্টিয়া পলী বিদ্যুৎ সমিতির সভাপতি আমিরুল ইসলাম, জেনারেল ম্যানেজার হারুন অর রশীদ, ডিজিএম নুর মহম্মদ, কোষাধ্য ও ভেড়ামারা পলী বিদ্যুৎ এর পরিচালক আব্দুল হাকিম সুমন, বাহাদুরপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ও ইউনিয়ন জাসদের সভাপতি আশিকুর রহমান ছবি সুইচ টিপে এই স্পট বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন। এ সময় ভেড়ামারা ডিজিএম ডিগ্রী কলেজের অধ্য আসলাম উদ্দিন, ভেড়ামারা পলী বিদ্যুৎ অফিসের এজিএম কম নিপেন্দ্রনাথ বাবু, বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের সদস্য আবু সাইদ, লোকমান হোসেনসহ স্থানীয় জাসদের নেতাকর্মী, মুক্তিযোদ্ধা ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।