
যশোরের কেশবপুর উপজেলার “ভোরের আলো” স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্দ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। এ সময় সংগঠনের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতা কর্মীরা পরিবেশের ভারসাম্য রক্ষা ও সৌন্দর্য বৃষ্টির জন্য ভান্ডারখোলা বাজার ও ভান্ডারখোলা সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে ফলজ ও বনজ বৃষ্ট রোপণ করেন।
জানা যায়, দপ্তর সম্পদক মোঃ আল- মাসুদ (তুহিন) এর সঞ্চালনায় বৃক্ষরোপন কর্মসূচী পালনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ৪নং বিদ্যানন্দকাটী ইউপি চেয়ারম্যান আমজাদ হুসাইন।বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ৪নং বিদ্যানন্দকাটী ইউপি সদস্য ও যুবলীগের আহবায়ক মোঃ রবিউল ইসলাম।
এছাড়া আরও বক্তব্য রাখেন ভান্ডারখোলা সম্মিলনি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাঈদ, ভান্ডার খোলা বাজার কমিটির সাধারণ সম্পাদক মাস্টার শেখ শহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ ইউসুফ বিশ্বাস। এছাড়া উপস্থিত ছিলেন, ভোরের আলোর পরিচালক গোলাম কিবরিয়া, প্রচার সম্পাদক আমীর হামজা, সমাজ সেবা সম্পাদক মারুফ হাসান, নির্বাহী সদস্য মাহাবুর রহমান, তামীম ইকবাল, মুজাহিদুল ইসলাম সহ সংগঠনের সদস্য বৃন্দ। অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ভাণ্ডারখোলা দাখিল মাদ্রাসার শিক্ষক মোঃ হাফিজুর রহমান, মোঃ মফিজুর রহমান, রবিন কুমার ঘোষ, সাহেব আলী, ফজলে করিম খান প্রমুখ।
Please follow and like us: