
ভোলা প্রতিনিধি :
ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নে জেলেদের চাল বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার পশ্চিম ইলিশা ইউনিয়ন পরিষদে চাল বিতরণ কালে স্থানীয় জেলে মোকলেছুর রহমান, আবদুল মালেক, আবদুর রশিদ, হযরতআলীসহ বেশ কয়েকজন জেলে জানান, প্রশাসনের নির্দেশক্রমে জেলেদের তালিকা করার দায়িত্ব দেয়া হয় স্কুলের শিক্ষকদেরকে। কিন্তু চেয়ারম্যান ও মেম্বাররা তাদের পছন্দের লোকদের তালিকা দিতে শিক্ষকদেরকে বাধ্য করে। সে তালিকায় চেয়ারম্যান মেম্বারা তাদের পছন্দের আত্মীয়-স্বজন এমনকি একাধীক চৌকিদার দফাদারদের নাম দেয়া হয়েছে। ফলে প্রকৃত জেলেরা তাদের জেলে কার্ড পাওয়া থেকে বঞ্চিত হয়েছে। স্থানীয় সূত্রে আরো জানাগেছে, গুটি কয়েক জেলে চালের কার্ড পেয়ে থাকলেও সময় মতো তারা তাদের চাল পাচ্ছে না। বিভিন্ন অজুহাত দেখিতে তাদের চাল না দিয়ে পরিষদ থেকে বের করে দেয়া হয়। দেখা গেছে অনেক প্রকৃত কার্ডধারী জেলেরা চাল পায়নি। কিন্তু কিছু কিছু অন্য পেশার লোক চেয়ারম্যানের কাছ থেকে একটি বিশেষ টোকেনের মাধ্যমে চাল হাতিয়ে নিচ্ছে। ভূক্তভোগী জেলেরা আরো জানায়, তাদেরকে ৪০ কেজি করে চাল দেয়ার কথা থাকলেও চাল পাচ্ছে তারা ৩৪/৩৫ কেজি করে। সরেজমিনে ঘুরে আরো দেখাগেছে, চেয়ারম্যান, মেম্বার ও ক্ষমতাসীন দলের লোকেরা জেলে পেশার বাইরে তাদের নিকট আত্মীয়-স্বজনদের নাম দিয়ে প্রকৃত জেলেদের চাল হাতিয়ে নিচ্ছে। এ ব্যাপারে পশ্চিম ইলিশা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ গিয়াসউদ্দিন জানান, জেলেদের চাহিদা অনুযায়ী চাল আমাদের কাছে নাই। এখানে অতিরিক্ত অনেক তালিকা করা হয়েছে। তাই আমরা নিয়ম অনুসারেই চাল বিতরণ করছি।