
নিরব হোসেন, ভোলা প্রতিনিধি ॥
ভোলার মেঘনায় নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ ধরার অপরাধে ১৩ জেলেকে আটক করা হয়েছে। শনিবার ভোর রাতের দিকে ভোলার ইলিশাঘাটও ধনিয়া তুলাতুলি এলাকার মেঘনা নদীতে কোস্টগার্ড ও মৎস্য বিভাগ অভিযান চালিয়ে তাদের আটক করে এ সময় তাদের কাছ থেকে ১০ হাজার মিটার জাল ও প্রায় ১৫০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে। কোস্টগার্ড সদস্যরা জানান, ইলিশের প্রজনন মৌসুম উপলক্ষে ২২ দিন সকল নদ নদীতে মাছ ধরা নিষেধাজ্ঞা জারি করলেও ভোলার ইলিশা এলাকার মেঘনা নদী অসাধু জেলেরা মাছ ধরছে এ মন খবর পেয়ে কোস্টগার্ড অভিযান চালায়। এ সময় প্রায় ১৫০ কেজি জাল ও ১০ হাজার মিটার জালসহ ৫ জেলেকে আটক করা হয়। পরে আজ দুপুরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট কামাল উদ্দিন তাদেরকে ১ মাসের কারাদন্ড প্রদান করেন। এ ছাড়াও ভোলা ধনিয়া ইউনিয়নের তুলাতুলি মেঘনা নদী থেকে মৎৎস্য বিভাগ অভিযান চালিয়ে গত রাতে ৮ জেলেকে আটক করে। তাদেরকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। অপরদিকে জব্দকৃত জাল নদীর তীরে পুড়িয়ে বিনষ্ট করা হয়। এ ছাড়া জব্দকৃত মাছ এতিমখানায় বিতরন করা হয়।