১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার, ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই রমজান, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • ভোলায় ক্রিয়েশন আইটির উদ্যোগে ‘ইংরেজি শব্দ শেখার’ প্রতিযোগিতা




ভোলায় ক্রিয়েশন আইটির উদ্যোগে ‘ইংরেজি শব্দ শেখার’ প্রতিযোগিতা

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : মার্চ ২৩ ২০১৮, ২২:২৬ | 711 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মো: জিহাদুল ইসলাম, ভোলা প্রতিনিধি:- ২৩ মার্চ ভোলার ওবায়দুল হক মহাবিদ্যালয় এবং ভোলা টাউন কমিটি মাধ্যমিক বিদ্যালয়ে (বাংলা স্কুল) কেন্দ্রে অনুষ্ঠিত হয়ে গেল ‘ইংরেজি শব্দ শেখার’ এক অন্যরকম প্রতিযোগিতা। বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড অধিভূক্ত ‘ক্রিয়েশন আইটির’ উদ্যোগে ব্যাতিক্রমধর্মী এ প্রতিযোগিতায় ভোলার প্রসিদ্ধ স্কুল সমূহের প্রায় ১০০০ মেধাবী শিক্ষার্থী অংশ গ্রহণ করেন।
প্রতিযোগিতা সম্পর্কে আয়োজকবৃন্দ জানিয়েছেন, কোমলমতি শিক্ষার্থীদের ইংরেজিতে দূর্বলতা কাটাতে এবং ইংরেজি শেখার প্রতি আরো বেশি উৎসাহি করে তুলতে এ আয়োজন। তৃতীয় শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত এ প্রতিযোগিতায় অংশ গ্রহণকারীদের মধ্য থেকে চ্যাম্পিয়ন শিক্ষার্থীকে ল্যাপটপ এবং প্রতি ক্লাশে ১০ জন করে মোট আটটি ক্লাশে ৮০ জনকে পুরস্কার প্রদান করা হবে।
এ সময় পরিক্ষা নিয়ন্ত্রক ও ক্রিয়েশন আইটির পরিচালক জানান, আমাদের এ আয়োজন ব্যবসার উদ্দেশ্যে নয় বরং দ্বীপজেলার শিক্ষার্থীদের ইংরেজিতে দক্ষ করে দেশের সু-নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য।
জেলা প্রশাসকের একান্ত সহযোগিতায়, বিভিন্ন স্কুলের শিক্ষকদের অক্লান্ত পরিশ্রমে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় ব্যাপক নিরপত্তার মধ্যে প্রশ্নপত্র প্রণয়ন ও পরিক্ষা গ্রহণ সম্পন্ন হয়। প্রশ্নপত্র প্রণয়ন ও পরিক্ষা গ্রহণের ব্যাপারে শিক্ষার্থী ও অভিভাবকদের ছিল না কোন অভিযোগ। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ এ আয়োজনকে সাধুবাদ জানিয়ে প্রতিবছর অব্যাহত রাখার আশাবাদ প্রকাশ করেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET