
নিরব হোসেন, ভোলা॥
নিষেধাজ্ঞা অমান্য করে ভোলার মেঘনা নদী থেকে মাছ ধরার অভিযোগে ১৭ জেলেকে আটক করেছে কোস্টগার্ড ও মৎস্য বিভাগের একটি দল। শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত মেঘনার তুলাতলী এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় ২০ কেজি ইলিশ মাছ, দু’টি ট্রলার ও ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।ভোলা সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান ও কোস্টগার্ডের পেটি কর্মকর্তা মো. শামিমের নেতৃত্বে একটি টিম আজ মেঘনার কাচিয়া,কাঠির মাথা,ভোলার খাল এলাকায় অভিযানে নামে। এসময় তুলাতলী পয়েন্টে দু’টি ট্রলারে জেলেদেরকে মাছ শিকার করতে দেখে শিশুসহ ১৭ জেলেকে আটক করা হয়। পরে জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস এবং মাছগুলো এতিমখানায় বিতরণ করা হয়। ভোলা সদর সিনিয়র মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান জানান, আটক ব্যক্তিদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হবে। তারা এখন ভোলা থানায় পুলিশ হেফাজতে রয়েছে।