
ভোলা প্রতিনিধি ॥
ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের মধ্য রতনপুর গ্রামের মৃত হাসানুজ্জামানের ছেলে ফরিদ উদ্দিন একটি প্রতারণা মামলা থেকে নিজেকে বাঁচানোর জন্য বিভিন্ন মহলে দৈরঝাপ শুরু করেছে। স্থানীয় সূত্রে জানাগেছে, গত ৪/৭/১৩ইং তারিখে তার বড় ভাই তাহেরের কাছ থেকে ৩০০টাকার ষ্ট্যাম্পে লিখিত দিয়ে ও স্বাক্ষিদের সামনে ২লাখ টাকা ধার নেয়। (ষ্ট্যাম্প নংÑ০০৩৫৪০৫,০০৩৫৪০৬,০০৩৫৪০৭) এর কিছু দিন পর ফরিদের আরো নগদ টাকার প্রয়োজন হলে সে তাহেরের ছেলেদের কাছ থেকে নগদ টাকা নিয়ে ৬ শতাংশ জমি বিক্রি করে। যে জমিটি তাহেরের ছেলেদের নামে রেজিষ্ট্রি করা হয়েছে। কিছু দিন পর তাহের তার ধার দেয়া ২লাখ টাকা দাবী করলে ফরিদ বলে আমি বড় ভাইর থেকে কোন টাকা ধার নেই নাই। তিনি আমার থেকে কোন টাকা পাবে না। তবে ফরিদযে তাহেরের কাছ থেকে টাকা ধার নিয়েছে এবং তা পরিশোধ করেনাই এ ব্যাপারে ষ্ট্যাম্প সহ এলাকার গন্যমান খালেক (কাঞ্চন), সাদেক, জালাল, হানিফ মেস্তুরী, কালাম মেম্বার, সায়েদ মেম্বার স্বাক্ষি রয়েছে। এদের সামনেই তাহের ফরিদকে ২লাখ টাকা ধার দেয়। এ ব্যাপারে তাহের এলাকার গন্যমান্যদের অবগত করে কোন ফল না পেয়ে গত ২০-৬-১৬ ইং তারিখে আদালতে একটি প্রতারণা মামলা দায়ের করে। সে মামলা থেকে ফরিদ বাঁচার জন্য এবং ২লাখ টাকা আত্মসাত করার জন্য এলাকার একটি কু-চক্রি মহলের সাথে বিভিন্ন সড়যন্ত্রের জাল বুনতে থাকে। অসহায় তাহের তার দেয়া ২লাখ টাকা ফেরৎ পাবার জন্য বর্তমানে প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছে।