
নিরব হোসেন, ভোলা ॥
ভোলায় বর্নাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫২তম জন্মদিন পালন করা হয়েছে। শেখ রাসেল এর জন্মদিন উপলক্ষ্যে ভোলা জেলা শিশু একাডেমি দিনব্যাপী কর্মসূচীর আয়োজন করে। মঙ্গলবার সকালে ভোলা প্রেসক্লাবের সামনে বেলুন উড়িয়ে শিশু সমাবেশ এর উদ্ধোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক সুব্রত কুমার সিকদার । পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিশুদের অংশ গ্রহনে চিত্রাংকন প্রতিযোগীতা, আলোচনা সভা ও সাংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভা শেষে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক সুব্রত কুমার সিকদার । এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভোলা প্রেস ক্লাবের সভাপতি এম হাবিবুর রহমান, সাংবাদিক ও সংস্কৃতিক ব্যাক্তিত্ব অধ্যক্ষ আফসার উদ্দিন বাবুল, অধ্যক্ষ রুহুল আমিন জাহাঙ্গির, ভোলা জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মো: শফিকুল ইসলাম।