
ভোলা প্রতিনিধি :
ভোলা-ঢাকা রুটের যাত্রীবাহি লঞ্চ ক্রিস্টাল ক্রুজের কেন্টিন ম্যানেজার আবুল কালাম সুমনের উপর সন্ত্রাসী হামলা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় একদল দুর্বৃত্ত ভোলার টার্মিনালে ভিড়ে থাকা লঞ্চঘাটের বাহিরের রাস্থায় এ হামলা চালায়।প্রত্যক্ষদর্শীরা জানায়,সকালে লঞ্চ থেকে বের হয়ে রাস্তার আসলেই চিহ্নিত সন্ত্রাসী সবুজের নেতৃত্বে ১৪/১৫জনের ক্যাডার ম্যানেজার সুমনের উপর হামলা চালায়। সুমন জানায়, ক্যান্টিনের মালামাল কেনা কাটার জন্য ও ব্যাংকে জমা দিতের তার কাছে ১লাখ বিশ হাজার টাকা ছিল। ওই টাকা ক্যাডাররা ছিনতাই করে নিয়ে যায়। সন্ত্রাসী হামলায় আহত সুমনকে লোকজন ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন। এঘটনায় মামলাহয়েছে।