
জিহাদুল ইসলাম, ভোলা জেলা প্রতিনিধি:
ভোলার ইতিহাসে সব চাইতে ইয়াবার বড় চালান আটক করেছে ভোলা সদর থানার পুলিশ। বুধবার সকাল সকালে ভোলার ইলিশা ফেরী থেকে ফারজানা আক্তার হ্যাপী (২৭) ও মোঃ রুবেল হোসেন (৩০) নামের ২ ইয়াবা ব্যবসায়ীকে আটক করে ভোলা সদর থানার অফিসার ইনচার্জ মীর খায়রুল কবিরের নের্তৃত্বে পুলিশের একটি টিম। এসময় পুলিশ তাদের কাছ থেকে ৬ হাজার ১ শত ১৮ পিচ ইয়াবা উদ্ধার করেন। যার আনুমানিক বাজার মূল্যে ২৭ লক্ষ ৫৩ হাজার টাকা। এই চক্রটি ভোলায় রেন্টেকার ব্যবসার আড়ালে, পুরো পরিবারকে সাথে নিয়ে দীর্ঘদিন পর্যন্ত ব্যবসাটি করে আসছে। আটককৃত ফারজানা আক্তার হ্যাপী ও মোঃ রুবেল একে অপরে স্বামী-স্ত্রী। ফারজানার বাড়ী কক্সবাজারের সদরে, আর মোঃ রুবেল ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের মুছাকান্দি গ্রামের ৫ নং ওয়ার্ডের মোস্তাফিজুর রহমানের ছেলে। ফারজানার বড় ভাই সাবেক সেনা সদস্য আরাফাত জ্যাকি কিছুদিন আগেও ৯ পিচ ইয়াবা সহ পুলিশের হাতে আটক হয়ে বর্তমানে জেল হাজতে আছেন।বুধবার দুপুরে ভোলা অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সাইফুদ্দিন শাহিন ভোলা পুলিশ সুপরের দপ্তরে জরুরী সংবাদ সম্মেলনের মাধ্যমে এই তথ্য প্রদান করেন। এ সময় তিনি দাবী করেন আমরা মাদকের বিরুদ্ধে যে অভিযান পরিচালনা করছি, তার মোধ্য আমাদের এটাই হচ্ছে সব চাইতে বড় সাফল্য। আটক কৃতদের বিরুদ্ধে ভোলা সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে পুলিশ। মামলা নং ৩১| উল্লেখ্য, যে তাদের সাথে ৬ মাসের একটি মেয়ে ও ৫ বছরের একটি ছেলেকেও পুলিশ উদ্ধার করে। বাচ্চা ২টি তাদের নিজের সন্তান বলে মাদক ব্যবসায়ীরা দাবী করছেন।