বাগেরহাটের মংলার দীগরাজ এলাকা থেকে একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে মংলা কোষ্টগার্ড পশ্চিম জোন। মোংলা কোস্টগার্ডের পশ্চিম জোনের এক প্রেস নোটের মাধ্যমে আজ এ তথ্য নিশ্চিত করে। সোমবার (১২ ই জুলাই) কোস্ট গার্ড পশ্চিম জোনের একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে এই মাদক ব্যবসায়ীকে আটক করে।তার নিকট থেকে ৯৭০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।আটককৃত মাদক ব্যবসায়ীর নাম লিয়াকৎ হোসেন (৪৫) । সে মংলার দিগরাজ এলাকার নুরুজ্জামানের ছেলে।
আটককৃত ব্যক্তি নিজেই মাদক সেবনকারী এবং এলাকায় একজন মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। সে নিজেও মাদক সেবন করে এবং বিক্রয় করে বলে কোস্টগার্ডের নিকট স্বীকার করেছে। আটককৃত মাদক ব্যবসায়ী ও উদ্ধারকৃত গাজা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মংলা থানায় হস্তান্তর করা হয়েছে।কোস্টগার্ডের প্রেসনোটে বলা হয় আইন-শৃঙ্খলা রক্ষার স্বার্থে কোস্টগার্ডের অভিযান অব্যাহত থাকবে। তাছাড়া জননিরাপত্তার পাশাপাশি ডাকাতি দমন, অবৈধ অনুপ্রবেশ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণে জিরো টলারেন্স নীতি অবলম্বন করবে।
Please follow and like us: