১৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ৩০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-




মংলায় মাদক ব্যবসায়ী গ্রেফতার। গাঁজা উদ্ধার।

কামরুজ্জামান শিমুল, বাগেরহাট জেলা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুলাই ১২ ২০২১, ২০:০৬ | 701 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 বাগেরহাটের মংলার দীগরাজ এলাকা থেকে একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে মংলা কোষ্টগার্ড পশ্চিম জোন। মোংলা কোস্টগার্ডের পশ্চিম জোনের এক প্রেস নোটের মাধ্যমে আজ এ তথ্য নিশ্চিত করে। সোমবার (১২ ই জুলাই) কোস্ট গার্ড পশ্চিম জোনের একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে এই মাদক ব্যবসায়ীকে আটক করে।তার নিকট থেকে ৯৭০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।আটককৃত মাদক ব্যবসায়ীর নাম লিয়াকৎ হোসেন (৪৫) । সে মংলার দিগরাজ এলাকার নুরুজ্জামানের ছেলে।
আটককৃত ব্যক্তি নিজেই মাদক সেবনকারী এবং এলাকায় একজন মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। সে নিজেও মাদক সেবন করে এবং বিক্রয় করে বলে কোস্টগার্ডের নিকট স্বীকার করেছে। আটককৃত মাদক ব্যবসায়ী ও উদ্ধারকৃত গাজা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মংলা থানায় হস্তান্তর করা হয়েছে।কোস্টগার্ডের প্রেসনোটে বলা হয় আইন-শৃঙ্খলা রক্ষার স্বার্থে কোস্টগার্ডের অভিযান অব্যাহত থাকবে। তাছাড়া জননিরাপত্তার পাশাপাশি ডাকাতি দমন, অবৈধ অনুপ্রবেশ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণে জিরো টলারেন্স নীতি অবলম্বন করবে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET