সুমন চক্রবর্তী,মণিরামপুর(যশোর)-
মণিরামপুর উপজেলার দূর্বাডাঙ্গা ইউনিয়নের কোনাকোলা বাজারে বৈদ্যুতিক শর্ট সার্কিটে আম্মাজান টেলিকম নামের একটি দোকান গতকাল গভীর রাতে ভস্মীভূত হয়েছে।এব্যাপারে দোকানের মালিক জসিম উদ্দিনের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার দোকানে কম্পিউটারের লোড আনলোড ও মোবাইল সার্ভিসিং করা হয়।গতরাতে প্রতিদিনের ন্যায় দোকান বন্ধ করে বাড়ি যায়।ভোরে জানতে পারি দোকানে আগুন লেগেছে।পরে দোকানে এসে দেখি আমার একমাত্র আয়ের পথ দোকান পুড়ে কিছুই অবিশিষ্ট নেই।
বাজারের অন্য দোকানদারদের কাছে জানতে চাইলে তারা বলেন,ছেলেটার বাবা নাই।অনেক কষ্টে এই দোকানের আয়ে সংসার চলে।কিন্তু তার সবকিছু শেষ হয়ে গেল।সকলে জসিমের জন্য অনুশোচনা করেন।