
সুমন চক্রবর্তী,মণিরামপুর,যশোর-
‘আমাগে ইয়াকুবের জন্যি দোয়া করি, ওযেন এমপি-মন্ত্রী অয়ে এভাবে দ্যাশ ও দশের সিবা করতি পারে, সব সুমায় ও আমাগে পাশে এসে দাঁড়ায়। শীত বলো, আর বন্যা বলো, সব সময় আমাগে পাশে দাঁড়ায়, তাই ওর জন্যি আমরা সগগলি দোয়া করি, ওযেন আরো বড় হয়, দ্যাশ দশের সুনাম কুড়াতি পারে’ কথাগুলো বলছিলেন হাঁসাডাঙ্গা গ্রামের বয়বৃদ্ধা জয়গুন বিবি।
শনিবার সকালে মণিরামপুর উপজেলার চিনাটোলা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গানে যশোরের সিটি প্লাজার চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক, মণিরামপুরের কৃতি সন্তান ও সৌদি প্রবাসী (সিআইপি) এস এম ইয়াকুব আলীর উদ্যোগে এলাকার দুই শতাধিক গরীব ও দুঃস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়। এস এম ইয়াকুব আলীর পক্ষে শীত বস্ত্র বিতরণ করেন তার পিতা আলহাজ্ব মোঃ জবেদ আলী সরদার।
এস এম ইয়াকুব আলী বলেন, মণিরামপুর কপোতাক্ষ নদ অববাহিকা ও ভবদহ সংশ্লিষ্ট হওয়ায় স্থায়ী জলাবদ্ধতার কারণে প্রতি বছরই প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলা করতে হয়। আর এ কারণে এ জনপদের মানুষ দিন দিন অসহায় ও দুঃস্থ মানুষে পরিণত হচ্ছে। এ সকল অসহায় ও দুঃস্থদের মাঝে আমাদের অর্থনৈতিক ভাবে সবল ব্যক্তিদের এগিয়ে আসা উচিত। সেই উপল্বদ্ধি থেকেই আমার এ ক্ষুদ্র প্রয়াস। মহান সৃষ্টিকর্তা তৌফিক দিলে ভবিষ্যতেও এ সাহায্যের হাত প্রসারিত থাকবে ইনশাআল্লাহ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শ্যামকুড় ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মনি, সিটি প্লাজার এক্সিকিউটিভ ম্যাকেটিং অফিসার মোঃ বজলুর রহমান, চিনাটোলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হোসনেয়ারা বেগম, ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টর কিপার দীলিপ ব্যার্নাজী, ব্যবসায়ী জিয়াউর রহমান, আব্দুস ছবুর হোসেন প্রমুখ।