মণিরামপুর (যশোর) প্রতিনিধিঃ- মণিরামপুরে নৌকার পক্ষে ভোট চেয়ে গণসংযোগ করেছেন আওয়ামীলীগের কেন্দ্রিয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এস এম ইউনুস আকবার। প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগের সভানেত্রী শেখ হাসিনা সম্প্রতি বিভিন্ন সমাবেশে নৌকার পক্ষে ভোট চাওয়ার নির্দেশনা দেন নেতা-কর্মীদের। সেমোতাবেক উপজেলা একপ্রান্ত থেকে অপর প্রান্তে নৌকার পক্ষে গণসংযোগ অব্যহত রেখেছেন তিনি। এরই অংশ হিসেবে বুধবার মনিরামপুর কলেজের সাবেক ভিপি ও অবসরপ্রাপ্ত কাস্টমস কর্মকর্তা এস এম ইউনুস আকবার উপজেলার কাটাখালি, ঢাকুরিয়া, চান্দুয়া, জয়পুরসহ আশেপাশের বাজার ও পাড়া মহল্লায় নৌকার পক্ষে ভোট প্রার্থনা করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য আমজাদ হোসেন, আওয়ামীলীগ নেতা আজিজুর রহমান, আব্দুর রউফ, সেকেন্দার আলী, স্বপন মল্লিক, বিদ্যানন্দ ধর প্রমূখ। যুদ্ধকালীন মুজিব বাহিনীর উপজেলা কমান্ডার ৭১’র বীর মুক্তিযোদ্ধা এস এম ইউনুস আকবার জানান, যে দেশের স্বাধীনতার জন্য জীবন বাজি রেখে যুদ্ধ করেছি, সে দেশের উন্নয়ন অব্যহত রাখতে জননেত্রী শেখ হাসিনার সরকারকে আবারো ক্ষমতায় আনতে নৌকার পক্ষে গণসংযোগ করছি।