
মণিরামপুর (যশোর) প্রতিনিধিঃ- দীর্ঘ জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দ্রুতই হতে যাচ্ছে মনিরামপুর উপজেলা আওয়ামীলীগের পূর্ণাঙ্গ কমিটি। উপজেলা থেকে শুরু করে তৃনমূল নেতাকর্মীদের মধ্যে দেখা দিচ্ছে এক ধরনের শস্তির হাওয়া। পদ প্রত্যাশী নেতা-কর্মীরা উপজেলা আওয়ামীলীগের সভাপতি/সাধারণ সম্পাদক-সহ জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলছেন।
পূর্নাঙ্গ কমিটি গঠনকে কেন্দ্র পদ প্রত্যাশী নেতা-কর্মীদের মধ্যে প্রান চাঞ্চল্য দেখা দিয়েছে আবার অন্যদিকে হতাশাও কাজ করছে।
অনেকেরই ধারণা তাদের যোগ্যতা থাকা সত্বেও তাদের যোগ্যতা থাকার পরেও কিছু পদলোভী ব্যক্তি ও অভ্যন্তরীণ কোন্দলের কারনে কাঙ্ক্ষিত পদ নাও পেতে পারেন।
এমনি অর্থের বিনিময়ে বিভিন্ন সময়ে বিতর্কিত আওয়ামীলীগার ও অনুপ্রবেশকারী ডুকে যেতে পারে কমিটিতে।
উপজেলা আওয়ামীলীগের বিশ্বস্থ সূত্রে জানা যায়, আগামী জাতীয় সংসদ নির্বচনকে সামনে রেখে উপজেলা আওয়ামীলীগের কমিটি সাজানো হচ্ছে এবং উপজেলা আওয়ামীলীগের কমিটিতে আসছেন দীর্ঘদিনের রাজপথের কিছু পরিক্ষিত সৈনিক, উপজেলা ছাত্রলীগের একঝাক তরুন সাবেক ছাত্রনেতা।
সাবেক ছাত্রলীগের নেতৃবৃন্দের মধ্যে যারা উপজেলা আ’লীগের নেতৃত্বে আসছেন তাদের মধ্যে সম্ভাব্য সাবেক ছাত্রনেতারা হলেন সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি ও ভোজগাতি ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি ও জেলা শ্রমিকলীগের সহ-সভাপতি বাবুল করিম বাবলু, সাবেক উপজেলা সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মিকাইল হোসেন, সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি এডঃ বশির আহম্মেদ খান, সাবেক পৌর ছাত্রলীগের সভাপতি ও সাবেক জেলা ছাত্রলীগনেতা সন্দীপ ঘোষ, সাবেক উপজেলা ছাত্রলীগের আহবায়ক মনিরুজ্জামান মিল্টন, সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তারেক মির্জা, সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক ও সাবেক উপজেলা যুবলীগের সভাপতি দেবাশিস সরকার বাবু, সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কাজী তাজাম্মুল টিটো, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আলমগীর হোসেন প্রমূখ।