মনিরুল ইসলাম মনির :
মতলব উত্তর উপজেলার জহিরবাদ ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগ আওয়ামী লীগ মনোনীত জহিরাবাদ ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী আলী আক্কাস বাদল এর নৌকা মার্কা সমর্থনে শুক্রবার নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন- আবদুছ ছালাম। ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মো. জাকির হোসেনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আলী আক্কাস বাদল। সাড়ে পাঁচানী সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে নির্বাচনী সভায় আরো বক্তব্য রাখেন- মুকবিল হোসেন, আবুল কাশেম ঈস্খদান, আমজাদ হোসেন মুফতি, আজহার হোসেন মুফতি, মোবারক হোসেন মুফতি, আবদুল হাকিম প্রধান, রুহুল আমিন বেপারী, বিল্লাল হোসেন দেওয়ান, জাকির হোসেন মাষ্টার প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন- ১নং সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী হোসনে আরা বেগম, ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি নজরুল ইসলাম, সলিমুল্লাহ মুফতি। সভার প্রারম্ভে কোরআন তেলোয়াত করেন- হাফেজ মো. মেজবাহ উদ্দিন।
সভায় প্রধান অতিথি বলেন, এলাকার উন্নয়নে নৌকা প্রতীকে ভোট দেয়া ছাড়া বিকল্প নেই। এলাকার উন্নয়ন, আইন-শৃঙ্খলাসহ সার্বিক উন্নয়নে এলাকাবাসীদের নৌকায় ভোট দেয়ার আহবান জানান তিনি। তিনি নির্বাচনে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৌকার বিজয় সুনিশ্চিত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়ে দলীয় নেতাকর্মীদের হুশিয়ার করে দিয়ে বলেন যারা নৌকা প্রতিকের বিরুদ্ধে কাজ করবেন তাদেরকে দল থেকে বহিস্কার করা হবে। নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী আলী আক্কাছ বাদল ইউনিয়নবাসীদের নিরাপত্তা, উন্নয়ন, যথাযথ সম্মান ও সরকারী সকল বরাদ্ধের সুষ্ঠ বন্টনের প্রতিশ্রুতি দিয়ে ২৮ মে নির্বাচনে দলের হয়ে নিঃস্বার্থ ভাবে কাজ করে নৌকা প্রতিকে ভোট দিয়ে তাকে বিজয়ী করার আহবান জানান।