মনিরুল ইসলাম মনির :- মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার আদুরভিটি সরকারী প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়েছে। সর্ব সম্মতিক্রমে বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ শেখ ফরিদ বেপারীকে সভাপতি নির্বাচিত করা হয়।
নূরুল ইসলাম সহ-সভাপতি, জাহানারা বেগম বিদ্যোৎসাহী (মহিলা), আবুল হোসেন মেম্বার জমিদাতা, রফিকুল ইসলাম মাধ্যমিক স্কুল শিক্ষক, বোরহান উদ্দিন ওয়ার্ড কমিশনার, মো: নাছির উদ্দিন কাজী অভিভাবক সদস্য (পুরুষ), কানিজ ফাতেমা ও তাছলিমা বেগম অভিভাবক সদস্য (মহিলা), হাবিব উল্লাহ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি ও প্রধান শিক্ষক মো. ওয়ালী উল্লাহকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।
কমিটির সভাপতি মোহাম্মদ শেখ ফরিদ বেপারী বলেন, মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষক ও অভিভাবকের ভূমিকা গুরুত্বপূর্ণ। শিক্ষকের পাশাপাশি অভিভাবকদের দায়িত্ব নিতে হবে। শিক্ষার মান এখন আর আগের চেয়ে অনেক ওপরে। শিক্ষক হচ্ছেন সোনার মানুষ গড়ার কারিগর। শিক্ষকদের প্রয়োজনে আমরা সব ধরনের সহায়তা করব। মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে আরো আন্তরিক হওয়ার আহ্বান জানান। আপনার অনেক সাহস করে শিক্ষকতা পেশায় এসেছেন, আপনারা আন্তরিকতার সাথে এগিয়ে যান এ বিদ্যালয়ের সকল অভিভাবক ও জনগন আপনাদের যে কোন প্রয়োজনে পাশে থাকবে।
মতলব উত্তর উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) কবির হোসেন বলেন, বিদ্যালয় পরিচালনা জন্য উক্ত কমিটি অতিব জরুরী। উপজেলার প্রতিটি স্তরে বিদ্যালয় পরিচালনা কমিটিকে সার্বিক সহযোগীতা প্রদান করা হবে। এ ছাড়া বিদ্যালয় পরিচালনা কমিটি ও স্কুল শিক্ষকদের সমন্বয়ে যাতে বিদ্যালয়ের আরো উন্নতি করা সম্ভব হয় সে দিকে লক্ষ্য রাখার প্রতি সকল সদস্যদের আহবান জানান।